কালিহাতীতে সেফটি ট্যাংক থেকে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংকীতে পাওয়া প্রাইভেট পড়তে নিখোঁজ হওয়া কলেজ পড়ুয়া এক তরুণের লাশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাতুটিয়া দক্ষিণ পাড়ার জামাল বাদশার বাড়ির পেছনের টয়লেটের সেফটি ট্যাংক থেকে আব্দুল আলীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পেটে ছুরির আঘাতের গভীর ক্ষতসহ তার গলায় পেঁচানো ছিলো প্লাস্টিকের রশি। শ্বাসরোধ ও ছুরির আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, আ:
আব্দুল আলীম (১৯) ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলাম নজরুলের ছেলে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

গত ১২ এপ্রিল, শনিবার সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়ে সারাদিনে বাড়ী ফিরে না আসায় ও মোবাইলে না পেয়ে রাতেই পরিবারের পক্ষ থেকে ঘাটাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আশ্বাস দেন, দ্রুততম সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *