একা‌ধিক মামলা ও অ‌ভি‌যোগ নি‌য়ে বহাল ত‌বিয়‌তে নুরুল হক

দৈনিক তালাশ ডটকমঃ গলা‌চিপায় সম্প‌ত্তি ক্রয়ে প্রতারণার অ‌ভি‌যোগ সহ একা‌ধিক মামলা ও অ‌ভি‌যোগ নি‌য়েও বহাল ত‌বিয়‌তে র‌য়ে‌ছে নুরুল হক আনসারী। এখ‌নো ভুক্ত‌ভোগীরা পায়‌নি এর কো‌নো সুষ্ঠু সমাধান। তাই জেলা প্রশাস‌নের সুদৃ‌ষ্টি কামনা কর‌ছেন ভুক্ত‌ভোগীরা।

ভুক্ত‌ভোগীদের অ‌ভি‌যোগে জানা গে‌ছে, গত প্রায় ৪ মাস আগে বা‌দি রায়হা‌নের পৈত্রিক সম্পত্তি হতে ০.১৫ পয়েন্ট সম্পত্তি বিক্রয় করে। যা বিবাদী নুরুল হক আনসারী তাদের সরলতার সুযোগ নিয়া ০.১৫ পয়েন্ট যায়গার পরিবর্তে কৌশলে প্রতারণার মাধ্যমে দলিলে ১.২৫ শতাংশ জায়গা লিখে নিয়ে যায়। এ বিষয়ে জানতে পেরে বিবাদীর সাথে যোগযোগ করলে বিবাদী তাকে এ বিষয়ে পরে ব‌সে সমাধান কর‌বেন বলে ঘুরাতে থাকে। পরবর্তীতে বিবাদীকে নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বসতে চাইলে অদৃশ‌্য কার‌ণে কাল ক্ষেপন করে আসছে। বিবাদী রায়হা‌নের সম্পত্তি আত্মসাতের পায়তারায় লিপ্ত হয়ে বর্তমানে বিভিন্ন ভাবে ঘুরাচ্ছে। এমন‌কি বিবাদী সম্প‌ত্তি আত্মসা‌তের উদ্দে‌শ্যে তার সাথে খারাপ আচরণ শুরু করছে ব‌লে দাবী ভুক্ত‌ভোগী‌দের।

আরো জানা যায়, ওই সম্প‌ত্তি নি‌য়ে ওয়া‌রিশ সু‌ত্রে বা‌দি হ‌য়ে বিজ্ঞ ১ম যুগ্ম জেলা জজ আদালত দেওয়ান‌ি মোকদ্দমা নং ১৪৩/২০২১। সি‌নিয়র সহকারী জজ ৪র্থ আদালত দেওয়া‌নি ‌মোকদ্দমা নং ৮২/২০২১ চলমান র‌য়ে‌ছে। এছ‌াড়াও নারায়ণগঞ্জ সদর ম‌ডেল থানায় এই নুরুল হক আনসারীর বিরু‌দ্ধে একা‌ধিক অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে ব‌লে জানি‌য়ে‌ছে ভুক্ত‌ভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *