দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে ফতুল্লা থানা বিএনপি আয়োজিত জনসভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দরা।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল আঞ্চলিক কমিটির সভাপতি ও থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাবুল আহমেদের নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে এ যোগদান করা হয়।
এসময় উপস্থিত সাংবাদিকদের বাবুল আহমেদ জানান, দেশের মানুষের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির সনদ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা বাংলাদেশের মানুষের বেঁচে থাকার দফা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই।
‘নারায়ণগঞ্জের মাটি, ধানের শীষের ঘাটি’ এই স্লোগানকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের জন্য আপনাদের কাজ করতে হবে। গত ১৭ বছর নারায়ণগঞ্জে কী উন্নয়ন হয়েছে, তা আপনারা ভালো করেই জানেন। তাই আপনাদের নারায়ণগঞ্জে উন্নয়ন করতে হলে, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে এবং ধানের শীষের পাশে থাকতে হবে।
শ্রমিক দল নেতা মোঃ বাবুল আহমেদের নেতৃত্বে এসময় ফতুল্লা থানা বিএনপির জনসভায় মিছিল নিয়ে যোগদানকালে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আঞ্চলিক শ্রমিক দলের সহ-সভাপতি মজিবুর রহমান, জয়েন সেক্রেটারি জালাল মাদবর, মামুন মাহমুদ, সহ সাংগঠনিক আরিফুর রহমান ও নাঈম আকবর সহ অন্যান্য শ্রমিক দলের নেতৃবৃন্দ।