কারাগার থেকে মুক্তি পেলেন জাকির খান খবর পেয়ে নেতাকর্মীদের কর্মীদের ঢল

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জাকির খান মিথ্যা মামলায় সাজার মেয়াদ শেষে কারামুক্ত হয়েছেন।

রোববার (১৩ই এপ্রিল) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন বলে জানান জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।

জাকির খানকে বরণ করে নিতে কারাফটকের সামনে সকাল ৭টা থেকে ফুলের মালা ও গাড়িবহর নিয়ে অপেক্ষায় ছিলেন তার অনুসারী কর্মী ও সমর্থকরা। কারাগার থেকে বের হওয়ার পর রাজকীয় সংবর্ধনা দিয়ে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা।

পরে জাকির খান তাদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোডাউন করেন। জাকির খান এবং তার নেতা-কর্মীদের গাড়িবহরের উপস্থিতিতে প্রকম্পিত হয়ে উঠে রাজপথ।

পুলিশ জানায়, মিথ্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর এক অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন জাকির খান। তার বিরুদ্ধে ব্যবসায়ী নেতা ছাব্বির আলম খন্দকার হত্যাসহ, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে ৩৩টি মামলা ছিল। গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকটি মামলায় জামিন ও খালাস পান জাকির খান।

সবশেষ চলতি বছরের ৭ জানুয়ারি ২২ বছর পর নারায়ণগঞ্জে আলোচিত ব্যবসায়ী নেতা ছাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম খালাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *