দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার:গাজা ও রাফায় ইসরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর শ্রী শ্রী গোপাল জিউর বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পরে প্রতিবাদ সভা শেষে ধর্ম যার যার, উৎসব সবার এই স্লোগানে স্লোগানে মুখরিত করে বিক্ষোভ মিছিলটি মন্দির থেকে বের হয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপির ডাকা প্রতিবাদ র্যালিতে অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ মোদক সাহা, সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সুশীল রায়, মহানগর পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, ফতুল্লা পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রিপন রুদ্র ও জেলা প্রচার সম্পাদক তপন ঘোষ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।