এসপি ও ডিসি অফিসের পশ্চিমে রনি ও জনির মাদক ওপেন স্পট

দৈনিক তালাশ ডটকমঃ ফতুল্লা মডেল থানাধীন নতুন কোর্টের পশ্চিম পাশে সিফাত কাউন্টারের পেছনে শিক্ষা অফিসের সামনে, বুড়া বুড়ি’র হোটেলের গলিতে ফর্মা জালাল ও তার দুই ছেলে রানি ও জনির মাদকের ওপেন স্পট তাদের ক্যাশিয়ার বাগা, সেলসম্যান মোস্তফা পিতা আপসু মিয়া, আশরাফের দোকানের পেছনে ও শিক্ষা অফিসের গেটের সামনে ও ভিতরে মাদক ব্যবসায়ীদের আখড়া তাদের সাথে জড়িত, শিক্ষা অফিসের ,দারোয়ান নজরুল।
নারায়ণগঞ্জ জেলা এসপি অফিসের পশ্চিম পাশে, প্রতি নিয়ত বিক্রি করছে লক্ষ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট- গাঁজা ও হিরোইন ধরাছোঁয়ার বাইরে, ফর্মা জালাল ও তার দুই ছেলে রনি ও জনি।
এই মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতা কিছু মুখোশধারী বিএনপি’র জাকির খানের নাম ভাঙিয়ে প্রতিনিয়ত, মোটা অংকের টাকার বিনিময়ে সেন্টার দিচ্ছে কিছু সন্ত্রাসীরা, এলাকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, রনি ও জনি।
জনমনে প্রশ্ন, কিভাবে এসপি, ডিসি, ও ডিবি অফিসের সামনে প্রকাশ্যে,  প্রশাসনের নাকের ডগায় মাদক বিক্রি করছে সন্ত্রাসীরা এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার ডিসি ও এসপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে সুশীল সমাজের ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *