খেলাধুলা যুবসমাজ কে অপরাধ থেকে দুরে রাখে: গিয়াস উদ্দিন

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারারনগঞ্জের ফতুল্লা থানার আওতাধীন বক্তাবলী উইনিয়নের মধ্যনগর এলাকার মাঠে যুবসমাজ ও এলাকাবাসীর উদ্দ্যেগে কাবাডি খেলার পুরস্কার বিতরনী (২০২৫) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে বক্তাবলীর মধ্যেনগর এলাকায় সিজন – ৪ এর এ খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন আমাদের সন্তানদের ভালো মানুষ হিসেবে গরে তুলতে হবে, যেনো মানুষ কে ভালোবাসতে পারে, তারা যাতে করে সমাজের মানুষদের সম্মান করতে পারে। খেলাধুলা সমাজের যুবসমাজ কে অপরাধ থেকে দুরে রাখে এবং মনমানসিকতাও ভালো লাগে। আজকে কাবাডি খেলা দেখে ভালো লাগলো, একসময় আমিও কাবাডি, ফুটবল, ক্রিকেট খেলাতাম কিন্তু ভালো খেলোয়ার হতে পারিনি।

বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও বলেন, বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানের জায়গা হবে না,ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করে বলেন ফ্যাসিষ্টরা যে দুর্নাম করে গেছে, সেই দুর্নাম মুছতে হবে, আওয়ামী লীগ যে দঃশাস্বন করেছে, তার বিপরীতে আমাদের কে ভালো কাজ করতে হবে।

আলোচনা শেষে কাবাডি খেলায় চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন ২ দলের খেলোয়াড়দের হাতে। চ্যাম্পিয়ান হয় ইয়াং স্টার ও রানারআপ হয় একতা সংঘ।

এসময় ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মিলন মেহেদীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুর ইসলাম, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক জি, এম, সাদরিল, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, মোঃ শাহাদাৎ স্বপন, মোঃ হালিম আজাদ, মোঃ আল-আমিন, মোঃ মাসুদ রানা, মোঃ আশেক আলী, মোঃ নয়ন, জামান বেপারী ও শরিফ উদ্দিন সহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *