কালিহাতী ইউনিট জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ পরবর্তী মতবিনিময় সভা

দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: ঈদের আনন্দ ভাগাভাগি এবং পেশাগত দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করতে জাতীয় সাংবাদিক সংস্থা, কালিহাতী ইউনিটের ঈদ পরবর্তী এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টায়। কালিহাতী উপজেলা গেট সংলগ্ন সরকার টাওয়ারের দোতলায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সুদক্ষ সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রাণভোমরা বিপ্লব সরকার। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নিষ্ঠাবান সদস্য প্রভাত দত্ত, বাবলু মিয়া সহ আরও অনেকে।

উক্ত সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্র থেকে প্রেরিত সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয় পত্র একে অপরকে পড়ে দেন এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময় করা হয়। আলোচনায় উঠে আসে সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, সততা ও নৈতিকতার গুরুত্ব।

সভায় অংশগ্রহণকারী সকল সদস্য সর্বসম্মতিক্রমে আগামী দিনে শতভাগ সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজ গঠনে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য, এবং জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিট এই নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসরণ করে আসছে।

পরিশেষে, সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *