সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদুর রহমান এর প্রতিবাদ

দৈনিক তালাশ ডটকমঃ সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ বলেন সম্প্রতি আমার ঈদ সালামী প্রদানের ভিডিও ভাইরাল হয়েছে। যেই ভিডিওটি আমার ফেসবুক পেজের এডমিন ধারণ করে এবং আমার নির্দেশ ছাড়াই ফেসবুকে আপলোড করেছে।

উক্ত ভিডিওটি নিয়ে অনেকেই অপরাজনীতি করছে। যাইহোক প্রতি ঈদের মত এইবারও আমি আমার নির্যাতিত নেতা কর্মিদের ঈদ সালামীর ব্যবস্থা করেছি। পূর্বের ঈদ গুলোতে নিজে আর্থিক কষ্টে থেকেও সবাইকে ঈদের পাঞ্জাবী দিয়েছি এবার সময় সল্পতার কারণে কিছু নগদ অর্থ প্রদান করেছি। সেটা নিয়ে যে সকল মহল এবং ফ্যাসিস্টদের দোসরা অপরাজনীতিতে লিপ্ত হয়েছে, তাদের অপচেষ্টা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ।

আমি আমার ব্যবসা থেকে কম-বেশী ২ লাখ টাকা ঈদ সালামী প্রদান করেছি যেটা আমি এবং আমার পরিবারের ঈদ আনন্দ ঘাটতি রেখেই ব্যবস্থা করেছি। আমি যেহেতু নারায়ণগঞ্জ এর মত একটা বিশাল ইউনিটের রাজনীতিতে সংযুক্ত সেক্ষেত্রে প্রায় প্রতিটা থানায় আমার নেতা-কর্মী রয়েছে। আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে তাদের সকলের জন্য ঈদ আন্দের ব্যবসস্থা করতে পারিনি। গত ১৬ বছরে বাংলাদেশ জাতিয়তাবাদি ছাত্রদলে এসকল নেতা-কর্মীরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। ফ্যাসিস্টের পতনের পর এই প্রথম ঈদ, তাই এই সকল নির্যাতিত নেতা-কর্মী এবং তাদের পরিবারের জন্য সামান্য আনন্দের মূহুর্ত উপহার দিতে যেয়ে আমি আজ অপরাজনীতির স্বীকার। আমি এই অপরাজনীতি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *