দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সুদুর গ্রাম থেকে উঠে আসা একজন মফস্বল সাংবাদিক শাহ আলম। সিরাজগঞ্জ জেলা শহরে এসে লোকাল পত্রিকায় কাজ শুরু করেন তিনি, দৈনিক জয়সাগর পত্রিকায়, পরে দৈনিক আজকের জনবাণী ফটো সাংবাদিক স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। অনলাইন : ডেইলি তালাশ বিডি, গ্লোবাল সংবাদ ২৪,মর্নিং পোস্ট, এই মিডিয়া গুলোতে নিউজ পরিবেশনের তাগিদে প্রতিনিয়ত ছুটে চলতে হয় শহরের বিভিন্ন অফিস, খেলাধুলার খবর, সাংস্কৃতিক খবর, কৃষি খবর সহ নানা প্রতিবেদন তৈরি করার সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের নজরে আসেন শাহ আলম,
একজন পরিশ্রমী সাংবাদিক হিসেবে স্নেহের ছায়া তলে স্থান দেন হারুন অর রশিদ খান হাসান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী তুলে দেন সাংবাদিক শাহ আলম এর হাতে। এক প্রতিক্রিয়ায় সভাপতি বলেন, সাংবাদিক শাহ আলম পরিশ্রমী একজন ছেলে, কাজ করতে গিয়ে অনক সময় বৈষম্যের শিকার হতে হয়েছে অনেক বার। কিন্তু তাতেও তাকে কখনো মন খারাপ হতে দেখিনি। সকল পরিবেশ পরিস্থিতিতে তাকে হাস্যজ্জল থাকতে দেখা যায়। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সভাপতির হাত থেকে এই উপহার পাওয়ায় শাহ আলম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সভাপতি কে
আল্লাহ যেন দীর্ঘজীবী করেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।