দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ফুল নিজের জন্য ফোটে না, পরের জন্য হৃদয় ও মন কে প্রশান্তি দেওয়ার জন্যই তারা বনে ফোটে। তেমনি সিরাজগঞ্জে বসবাসরত রায়গঞ্জ -তাড়াশ- ও সলঙ্গা বাসিদের নিয়ে সংগটিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস।
২০১০ সাল থেকে আজ অবদি মানুষের পাশে থেকে নানাবিধ সেবা মুলক কাজ করে চলেছে এই সংগঠনটি।
সম্পূর্ণ নিজেদের অর্থায়নে এবং সমাজের বিশিষ্টজন দের সহযোগিতায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ জেলার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, জটিল রোগের চিকিৎসায় সহযোগিতা বন্যা ও দুর্ভিক্ষে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায় এই সংগঠন টি।
প্রতিবছরের ন্যায় এবারও ২৮ মার্চ ২০২৫ শুক্রবারে, ১৩৫ টি পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
যার মধ্যে ছিল ১ কেজি সুগন্ধি আতপ চাউল, ১প্যাকেট লাচ্ছা, ১প্যাকেট সেমাই, হাফ লিটার সয়াবিন তেল, ১কেজি মসুর ডাল, ১কেজি চিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এ এইচ এম মহিবুল্লাহ মহিব, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মমিন, ডাক্তার মাসুম প্রমুখ।