দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের বন্দরে মাই টিভির সৌজন্যে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে – শুক্রবার বিকালে বন্দর থানাধীন দেউলী চৌরাপাড়া পৃথক এলাকায় মাই টিভির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে ও বন্দর নতুন প্রজন্ম যুব সমাজের সার্বিক সহ যোগীতায় এ ঈদ সামগ্রী উপহার দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন দেউলী বড় সমাজ মসজিদের মোতয়াল্লী বাছেদ মিয়া, তরুন সমাজসেবক তানজিল সরকার, ডেইলী নিউজের বিডি এর চিফ এডিটর, উদয়ন ক্লাবের সাঈদ, চৌরাপাড়া এলাকার সাদ, কাজী জামান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে মাই টিভি পরিবারের জন্য দোয়া করেন।