নওগাঁয় মাদ্রাসার জমিতে কীটনাশক স্প্রেকরে বোরোধান নষ্ট

দৈনিক তালাশ ডটকমঃ নওগাঁ প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার: নওগাঁর পোরশা উপজেলার আল জামিআতুল আরাবিয়াহ দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার ৮০ বিঘা জমিতে ক্ষতিকর আগাছানাশক কীটনাশক স্প্রে করে বোরো ধান নষ্ট

করে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে সকলের অজান্তে জমিতে কীটনাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পোরশা থানায় লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসার পক্ষে সেক্রেটারি নজরুল ইসলাম শাহ।

পোরশা বড় মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন জানান,
মাদ্রাসার ৮০ বিঘা জমি রয়েছে উপজেলার নিতপুর সোহাতি মৌজায়। সেখানকার স্থানীয় কৃষকদের বর্গা হিসাবে চাষাবাদ করতে দেওয়া আছে জমিগুলো।

প্রতি বছরের ন্যায় এ বছরও জমিগুলোতে বোরো ধান চাষ করেছেন বর্গাচাষিরা। কিন্তু হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কীটনাশক স্প্রে করে ধানগুলো মেরে ফেলেছে।

মাদ্রাসার সেক্রেটারি নজরুল ইসলাম শাহ জানান, ধানগুলো মেরে ফেলায় মাদ্রাসার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান,
লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *