নারায়ণগঞ্জ টানবাজারে শিবার জমজমাট মাদক ব্যবসা

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের টানবাজার গুদারাঘাট সংলগ্ন মেয়র আইভী কতৃর্ক সাধারন মানুষের হাটাচলা ও বসার জন্য স্থান নির্মান করা হলেও সেখানে এখন চলছে টানবাজার এলাকার মাদক সম্রাট নুর ইসলাম শিবার মাদক রাজ্যে।
অপরদিকে মন্ডলপাড়া পুল ও জিমখানা লেক পারের ঠিক পাশেই দিনভর দেখা মেলে মাদক ব্যবসায়ীদের।নুর ইসলাম প্রকাশ শিবা পুরো টানবাজার এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত। ইয়াবা,গাজা,মদ,হেরোইন সহ সকল মাদক মাদক ডিলারদের সাথে তার সক্ষতা  মাধ্যমে রয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করলেও জেল থেকে বের হয়ে আবার শুরু করেন মাদক ব্যবসা।
টানবাজারের বিভিন্ন অলিগলিতেও এখন মাদকের ছড়াছড়ি। মরণনেশার বিষে নীল হচ্ছে বহু মেধাবীর জীবন। অকালেই ঝরে পড়ছে জাতির ভবিষ্যত কর্ণধাররা। দিন দিনই বাড়ছে মাদকের আগ্রাসন। যদিও কেউ কেউ অন্ধকার ছেড়ে ফিরছেন আলোর পথে।
প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার ঠেকাতে তৎপর তারা। মাদকের আগ্রাসন থেকে নারায়ণগঞ্জ কে মুক্ত প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ যেন মাদকের স্বর্গরাজ্য। টানবাজার এলাকার অলিতে-গলিতে হাত বাড়ালেই মেলে ইয়াবা, ফেন্সিডিল, প্যাথিডিন কিংবা গাঁজার মত সব মাদক।
কখনও অন্ধকার আবদ্ধ ঘর কখনও খোলা ময়দান। সবখানেই যেন মাদক সেবীদের অবাধ বিচরন। তরুণরা কেন ঝুকছে মাদক সেবনে? এমন প্রশ্নের জবাবে মাদকসেবীদের বক্তব্য, অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তার কারণে অনেকেই বেছে নিয়েছে এই পথ। সুশিল সমাজ প্রতিনিধিরা বলছেন, মাদকের ছোবলে কর্মক্ষমতা হারাচ্ছে যুবসমাজ।
২০০৯ সালে ২৬ জানুয়ারী র‌্যাব-১১ একটি দল ৫০ গ্রাম গাঁজাসহ টানবাজার সুইপার কলোনী থেকে তাকে গ্রেপ্তার করেছিল। এরপর ২০১০ সালে একই এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, ২০১২ সালে ১৬ জুলাইল টানবাজার পুলিশ ফাঁড়ি সদস্যরা ইয়াবা ট্যাবলেট, ২০২১ সালের ২০ এপ্রিল ১৩৪ লিটার চোলাই মদস র‌্যাব-১১, একই বছর ১৩ সেপ্টেম্বও দেড় কেজি গাঁজা ও মাদক বিক্রির ৮৯ হাজার ৭০ টাকাসহ র‌্যাব-১১, এ বছরের গত ৮ জুন মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তর ১’শ ১০ গ্রাম গাঁজাসহ নূর ইসলাম প্রকাশ শিবার সহযোগী মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করলেও সেখান থেকে কৌশলে পালিয়ে যায় নূর ইসলাম প্রকাশ শিবা। গেল ১৪ জুন একই সংস্থা শিবার বসত ঘর তল্লাশী করে ৫ লিটার চোলাই মদ ও ১’ গ্রাম গাঁজা জব্দ করলেও পালিয়েছিল শিবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *