জাতীয় দিবসে উপলক্ষে ওসমানী স্টেডিয়ামে ২৬ শে মার্চ কর্মসূচি পালন

দৈনিক তালাশ ডটকমঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে আজ ২৬ শে মার্চ বর্ণাঢ্য সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন, রঙিন বেলুন উড়িয়ে, এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ জেলাবাসীর কাছে ২৬ শে মার্চের আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করেন।

আজকের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল, আনসার ও ভিডিপি দল, কারারক্ষী দল, বিএনসিসি দল, ফায়ার সার্ভিস দল, বাংলাদেশ স্কাউটস এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শিত হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়।

এই আয়োজনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের চেতনা আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং স্বাধীনতার মাহাত্ম্য নতুন প্রজন্মের কাছে সুন্দরভাবে উপস্থাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *