জনগণের অধিকার আদায়ের জন্য আমরা নির্বাচন চাচ্ছি: আবদুল মোনায়েম মুন্না

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে অসহায় গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতৃবৃন্দরা।

‎শুক্রবার (২১ মার্চ) দুপুরে মাসদাইরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

এসময় ‎প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশে কোনো বিশৃঙ্খলা থাকবেনা। যখন কেউ জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন তার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে এবং তাকে জবাবদিহি করতে হয়।

আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের জন্য কাজ করি। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা নির্বাচন চাচ্ছি।

‎‎মুন্না আরো বলেন, এই নারায়ণগঞ্জে সন্ত্রাসী বাহিনী শামীম ওসমানের পরিবার অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম ও তাদের দোসররা যে অন্যায় অত্যাচার ও গুণ্ডামি করেছে।

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কেউ তা করতে পারবে না। ইনশাআল্লাহ…

নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে দাবি জানাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সহযোগী সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী এখনো বিভিন্নভাবে নারায়ণগঞ্জে অবস্থান করছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

জেলা যুবদলের আয়োজনে প্রতিবন্ধী, অসহায় এবং সামর্থ্যহীন প্রায় ২ হাজার ৫০০ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

‎জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মশিউর রহমান রনি’র সঞ্চালনায় জাঁকজমকপূর্ণ এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, বিএনপি নেতা এড. আলমগীর ও জসিম উদ্দিন সহ জেলা যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *