নওগাঁর হাঁপানিয়া সীমান্ত রক্ষী বাহিনী বিএস এফ এর হাতে ১জনের মৃত্যু

দৈনিক তালাশ ডটকমঃ নওগাঁ জেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার: নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আনোয়ার হোসেন (২৮)। পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশের পর বিএসএফের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) গভীর রাতে হাপানিয়া দক্ষিণ বেলডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনসহ কয়েকজন গরু আনতে ভারতের দিকে গিয়েছিলেন। ভারতের হবিপুর থানার পান্নাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ার ধরা পড়ে। অভিযোগ রয়েছে, বিএসএফ সদস্যরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা আবুল কাশেম গত শনিবার (১৫ মার্চ) বিজিবি ক্যাম্পে লাশ ফেরতের আবেদন করেন। স্থানীয় সাংবাদিকরা রবিবার (১৬ মার্চ) নিহতের পরিবারের সাথে কথা বললে তারা কান্নাজড়িত কণ্ঠে তাদের দুঃখ প্রকাশ করেন।

হাপানিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মজনু মিয়া বিষয়টি এড়িয়ে যান। তবে ১৬ বিজিবির এডি রবিউল ইসলাম জানান, সোমবার বিকেলে বিএসএফ-এর সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আনোয়ার মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভারতে অসুস্থ হয়ে পড়লে বিএসএফ তাকে হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
১৮-৩২৫ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *