তারাবো ৫ নং ওয়ার্ড এ গোপন মিটিং যুবলীগ নেতাদের

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার-অপারেশন ডেভিল হান্ট ও নিয়মিত অভিযানেও ৫ নং ওয়ার্ড রূপগঞ্জ তারাব মৈকুলী উত্তর পাড়া প্রধান বাড়ি মোড় এলাকায় রূপগঞ্জে যুবলীগ নেতা আফজাল,সিরাজ,রিয়াজুল রেতু, রেজাউল প্রতিদিন মাগরিব এর পর গোপন মিটিং করছে এবং দেশের বিরদ্ধে নানা ষড়যন্ত্রের কল কাঠি নারছে লজজএলাকাবাসী আতংকিত হয়ে পরেছে তাদের এই কর্ম কান্ডে- অপারেশন ডেভিল হান্টের মধ্যে বিগত স্বৈরাচারী সরকারের দোসররা প্রকাশ্যে রূপগঞ্জে এই যুবলীগ নেতারা।

রাতে মিটিং করে বিভিন্ন দোকান মালামাল চুরি,কিশোর গ্যাং দিয়ে ছিনতাই করে যাচ্ছে এই যুবলীগ নেতা আফজাল,সিরাজ,রিয়াজুল রেতু,রেজাউল গংরা, প্রতিদিন মাগরিব এর নামাজ এর পর তারাবী নামাজ এর শেষ পর্যন্ত তাদের এই গোপন মিটিং চলে তাদের সাথে যুবলীগ নেতা নুরু মিয়া,মোহাম্মদ আলী,মোকারম,রিপন,আলমগীর,মেহেদী,জুয়েল,রবিন,রমজান,আকতার,ফরিদ,আমজাদ শিকদার,মোশাররফ শিকদার সহ অনেকেই যুক্ত থাকে।

স্থানীয়রা বলছেন এলাকার শান্তি রক্ষার্থে যুবলীগ আফজাল, সিরাজ, রিয়াজুল রেতু,রেজাউল সহ তাদের সহযোগীদের অতিদ্রুত গ্রেপ্তার করা হোক। নয়তো যেকোন সময়ে এলাকায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *