দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ:
কালিহাতি উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মহতী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ও কালিহাতির গণমানুষের নেতা জননেতা জনাব বেনজির আহমেদ টিটো।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ভিপি রফিক, সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা এবং স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব বেনজির আহমেদ টিটো বলেন, “বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।