দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে যে ব্যক্তি সৎ সাহস রাখে না, তকদিরও তাকে সহযোগিতা করেনা, ক্ষমতায় অধিষ্ট স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ এবং তৎসময়ের ফার্স্ট লেডি রওশন এরশাদের অগণতান্ত্রিক নীতিকে চ্যালেঞ্জ করে বৃদ্ধাঙ্গুলি দেখানো বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন সাহেব, অগণতান্ত্রিক স্বৈরাচারীনি শেখ হাসিনার স্বেচ্ছাচারিতার টুটি চেপে ধরতে বিন্দুমাত্র কার্পণ্য করেন নি !
নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান পরিবারের অসম্ভব বাধা-বিপত্তি এড়িয়ে নারায়ণগঞ্জে বিএনপিকে জীবিত রাখা একমাত্র ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন. তথাকথিত মামুন মাহমুদগংরা যখন শামীম বাহিনীর তৈল মর্দতে ব্যস্ত, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন সাহেব তখন অর্ধমৃত বিএনপি’র হৃদপিণ্ডে পর্যাপ্ত পরিমান অক্সিজেন প্রদানে নিজের জীবনকে উৎসর্গ করেছেন।
ছাত্র বয়সে সিদ্ধিরগঞ্জের বাঘা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুইবার বিশাল ব্যবধানে পরাজিত করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত, এবং সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত,এমন বরেণ্য মানুষ গড়ার কারিগর গণতন্ত্রের কথা বলবে না তো আপনার মত নিকৃষ্ট সমালোচকরা বলবে?
দলীয় অন্যায় কে মাথা পেতে না নেয়া এবং আত্ম সমালোচনাকারী ব্যক্তিই সর্বোৎকৃষ্ট মনে রাখবেন গিয়াস মিনস, অন্যায় এবং অগনতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে এ ম্যান অফ জিরো টলারেন্স।