গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ: গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জের গাউছিয়া মার্কেটসংলগ্ন মসজিদে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া মার্কেটের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সোমবার (১০-০৩-২০২৫) এই আয়োজনে গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী, দোকান মালিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “গাউছিয়া মার্কেট শুধু একটি ব্যবসায়িক কেন্দ্র নয়, এটি রূপগঞ্জের অর্থনীতির প্রাণ। ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমিতির নেতারা বলেন, “রমজান হলো আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের মাস। আমরা ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে প্রতি বছর এমন আয়োজন করে থাকি।”

ইফতার পূর্বে দোয়া ও মোনাজাতে দেশ, জাতি ও ব্যবসায়ীদের সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *