নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন এর আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ‎সংবিধান, নির্বাচন কমিশন, জন প্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, “এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থাকবে। তাই রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার হতেই হবে।”

‎সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির দাবি জানিয়ে তিনি আরও বলেন,”নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে প্রচলিত সংখ্যানুপাতিক পদ্ধতি (PR) নির্বাচন ব্যবস্থা দাবি করছি। জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে এবং নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধ হবে।”

‎“ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হোক তা চায় না। বরং নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করতে হবে, যাতে দ্রুত নির্বাচন আয়োজন সম্ভব হয়।”

‎সোমবার (১০ মার্চ) বিকেল ৪টায় ডিআইটি চত্বর এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ‘একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও গণ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎গণ ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এবং সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

‎এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, ‎নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র নেতা মুহাম্মদ শাহীন আদনান, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরুউদ্দিন আহমেদ, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *