দৈনিক তালাশ ডটকমঃ শেরপুর প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন: শেরপুর শ্রীবরদীতে ভারতীয় মদসহ জয়নাল আবেদীন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ । রবিবার (৯ মার্চ) ভোরে উপজেলার সীমান্তবর্তী মেঘাদল রাবার বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, শেরপুর পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সালেমুুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক দল রবিবার ভোরে সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ওই মাদককারবারিকে হাতেনাতে আটক করে। এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখা’র (ডিবি)’র ওসি সালেমুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নামে মামলা দেয়ার পর রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।