দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। মানববন্ধনে শামসুল হক কলেজ, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ, এলেঙ্গা উচ্চ বিদ্যালয় ও জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক ছাত্র-জনতা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “তুমি কে, আমি কে? আছিয়া, আছিয়া!”, “উই ওয়ান্ট জাস্টিস” ও “ধর্ষকের ফাঁসি চাই”—এমন নানা স্লোগানে এলেঙ্গা বাসস্ট্যান্ড প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
এ সময় ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান, হুসাইন কবির, সিয়াম, শান্ত প্রমুখ দ্রুত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিচারে বিলম্ব হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও বিচার পেতে দীর্ঘসূত্রিতা ও আইনি জটিলতা ধর্ষকদের উৎসাহিত করছে। তাই আছিয়া ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি করে দোষীকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ন্যক্কারজনক অপরাধ করার সাহস না পায়।
স্থানীয়দের মতে, এই বিক্ষোভ ও মানববন্ধন ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।