প্রকৃত নিয়মানুযায়ী যাকাত দিলে যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না: মাইনুদ্দিন আহমাদ

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার:যাকাতের তাৎপর্য ও রমজানের পবিত্রতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, শনিবার (৮ মার্চ) বাদ আছর মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে পেশাজীবী ফোরাম নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পেশাজীবী ফোরাম নারায়ণগঞ্জ সদর পূর্ব থানার প্রধান উপদেষ্টা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেশাজীবী ফোরাম মহানগরের উপদেষ্টা মাওলানা মইনুদ্দিন আহমাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহপাক নামাজ, রোজা সহ যাকাত ফরজ করেছেন। আপনার অর্জিত সম্পদের একটি অংশ যাকাত হিসেবে প্রদান করতে হয়। কোথায় কোথায় যাকাত দিবেন সেটা কোরআন মাজিদে বলা আছে। যদি প্রকৃত হিসেব অনুযায়ী যাকাত দেওয়া যায় তাহলে যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবেনা। তাই রমজানের পবিত্রতা বজায় রেখে যাকাত প্রদান করুন, এতে আল্লাহপাক কল্যাণ রেখেছেন।

এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পেশাজীবী ফোরাম মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরীর উপদেষ্টা হাফেজ মোঃ নাসির উদ্দিন, দেওভোগ মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান, ওলামা মাশায়েখ পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা সাইফুদ্দিন মনির, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *