নওগাঁর মাদিশহরে উত্তরবঙ্গ উন্নয়ন প্রকল্প শিশু পরিবারের মাঝে ১৫০ টি গরু ও ছাগল বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ ডটকমঃ নওগাঁ জেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার: নওগাঁর মহাদেবপুরে বুধবার (৫ মার্চ) উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মাদিশহর বিডি ০২১১ এর শিশু ও তাদের পরিবারের মাঝে ছাগল ও গরু বিতরণ করা হয়েছে।

উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মাদিশহর বিডি ০২১১ এর এলসিসি কমিটির সভাপতি রেভাঃ তিমথীয় রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মাহবুব হাসান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মাদিশহর বিডি০২১১ এর প্রকল্প ব্যবস্থাপক মি. শমুয়েল রায়।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোহা. রেজওয়ানুল হক, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসের সুপারভাইজার আনোয়ার হোসেন, এলসিসি কমিটির সদস্য সুধা রাণী, এলাকার সমাজসেবক হিরেন্দ্রনাথ বর্মণ ও বেলাল উদ্দীন প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিগণ উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মাদিশহর বিডি০২১১ এর শিশু ও তাদের পরিবারের হাতে ১৮টি গরু ও ১৩২টি ছাগল তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *