দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: তোমার আমার-বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সারাদেশের ন্যায়, সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার ৮নং দেশী গ্রাম গুড়পিপুল ইউ:পিতে চলছে নতুন ভোটার করার কার্যক্রম । এই কার্যক্রমে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের তরুণ ছেলে মেয়েদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অগ্নিঝরা মার্চের তীব্র তাপদদাহ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটার কাজ সম্পন্ন করেছেন এই ইউনিয়নের তরুণ তরুণীরা।তাদের সাথে কথা বলে জানা গেছে, এই আইডি কার্ডের দ্বারা তারা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবেন, সরকারি বেসরকারি অফিসে চাকরির সময় এই কার্ডের প্রয়োজন হবে। বিদেশ ভ্রমণে আইডি কার্ডের প্রয়োজন হবে। সব মিলিয়ে অনেক কষ্ট উপেক্ষা করে ভোটার হওয়ার কাজে অংশ নিয়েছেন। এই কার্যক্রম আগামী ০৫ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে। একজন নতুন ভোটারের ভোটার হতে প্রয়োজনীয় কাগজ যেমন : জন্ম নিবন্ধন ১কপি, জে এস সি/ এস এস সি সনদ, রক্তের গ্রুপ, পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি,। এই কাগজগুলো নিয়ে একজন নতুন ভোটার এই কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।