নওগাঁর মান্দা উপজেলার মৈনম জলছত্র মোড়ে এ এম বি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা

দৈনিক তালাশ ডটকমঃ নওগাঁ প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার: নওগাঁ জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়ানে জলছাত্র মোড় এলাকায় অবৈধ এ,এম,বি ইটভাটায় অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক ভাটার মালিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের জলছত্র এলাকায় মেসার্স এ. এম. বি. ব্রিক্সে অভিযান চালান। এ অভিযান পরিচালনা করেন, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা। এ ছাড়াও অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, মান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন। এই অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন সূত্রে জানা যায়, মেসার্স এ. এম. বি  ব্রিকস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ৪ লঙ্ঘণে ১৪ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ প্রসঙ্গে ইউএনও মোঃ শাহ আলম মিয়া বলেন, মান্দা উপজেলার প্রত্যেকটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *