দিপু ভুইয়ার উদ্যোগে যানযট মুক্ত নারায়ণগঞ্জ

দৈনিক তালাশ ডটকমঃ বিগত সময়ে চেম্বার কমিউনিটি পুলিশ ও ট্রাফিক পুলিশের সহায়তায় রমজানে শহর যানজটমুক্ত রাখতো। এ বছর চেষ্টা করবো আরও ব্যাপকভাবে রাখার। আপনারাও আমাদের সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের সাহায্য করবেন। যেন নারায়ণগঞ্জ শহরটা যানজটমুক্ত থাকে।’  গেল মাসের ২৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া চেম্বার ভবনে এক সভায় বলেছিলেন কথাগুলো। সেই রমজান এলো, নারায়ণগঞ্জ শহর সত্যি বদলে গেল!

জানা যায়, চাষাঢ়া মোড়, মিশনপাড়া, শায়েস্তা খান রোড মোড়, ২ নম্বর রেলগেট, ১ নম্বর রেলগেট, মন্ডলপাড়া, খানপুর, পঞ্চবটী এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি রাস্তার পাশে বসে থাকা হকারদের কারণেও দেখা দেয় যানজট।  মাঝেমধ্যে এসব এলাকা অতিক্রম করতে নাজেহাল হয়ে পড়েন পথচারীরা। বিশেষ করে অতি গুরুত্বপূর্ণ কাজের জন্য যারা বাইরে বের হন তাদের অবস্থা কাহিল হয়ে পড়ে।
এদিকে চেম্বারের সভাপতির এমন ঘোষণার পর শহরে কিছুটা যানজট উধাও হয়ে গেছে। ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা যানজটমুক্ত রাখতে কাজ করছে।  যত্রতত্র রিকশা, ইজিবাইক (অটোরিকশা) দাঁড় করতে দেখা যাচ্ছে না। যারা ডুকছে তাদেরকে জরিমানা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। জটলা করতে দেয়া হচ্ছে না শহরের প্রবেশমুখ গুলোতে। 
চেম্বারের এই উদ্যোগতে স্বাগত জানিয়ে শহরবাসী তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য কয়েকটি সমস্যার মধ্যে একটি হচ্ছে যানজট। ক্রমে এই সমস্যা প্রকট আকার ধারণ করছিল। আমি যখন চেম্বার অব কমার্সের দায়িত্ব পাই, তখন রমজান মাস আসন্ন। তাই আপাতত আমরা রমজান মাস ঘিরে তাত্ক্ষণিকভাবে এই উদ্যোগ নিয়েছি।
তিনি আরো বলেন, ট্রাফিক পুলিশের সঙ্গে বাড়তি জনবলের ব্যবস্থা করে দিয়েছি। এতে নগরবাসী কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারবে। রমজান মাস শেষ হলে যানজট নিরসনে স্থায়ীভাবে কী উদ্যোগ নেওয়া যেতে পারে তা নিয়েও কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *