রূপগঞ্জে গাউছিয়া মসজিদে কাবা শরীফের গিলাফ প্রদান করেন দিপু ভুঁইয়া

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া মার্কেট জামে মসজিদে সোমবার (৩ মার্চ) দুপুরে কাবা শরীফের গিলাফ প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক ও গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মুসল্লীদের হাতে গিলাফটি তুলে দেন। এ সময়৷উপস্থিত ছিলেন- মসজিদ কমিটির সভাপতি ডা. ফারুকুল ইসলাম, মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুমসহ আরো অনেকে।

এক সংক্ষিপ্ত সভায় মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মের প্রতি অন ধর্মের মানুষ আকৃষ্ট হচ্ছে। এখন রোজার মাস চলছে। আসুন আমরা সবাই এই বরকতময় মাসে বেশি বেশি সিয়াম সাধনা করি। পরে মুসল্লীদের হাতে কাবাঘরের গিলাফ মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *