দৈনিক তালাশ ডটকমঃ একজন সাংবাদিকের কাজ হলো তথ্য সংগ্রহ ও প্রকাশ করা, যাতে এই সমাজ উপকৃত হয়। এজন্য তাকে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয়, বিশেষ করে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিদের ও সঙ্গে। কারণ তথ্যের যথার্থতা নিশ্চিত করতে এবং দায়িত্বশীল রিপোর্টিং করতে সাংবাদিককে নানা স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয়।
অনেক সময় সাংবাদিকরা রাজনৈতিক নেতাদের সঙ্গে একই ফ্রেমে থাকেন, কারণ তারা বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে যান। এতে নেতার পাশে ছবি থাকলেই সাংবাদিককে ‘কোন নেতার লোক’ হিসেবে চিহ্নিত করা একধরনের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।
দুর্ভাগ্য জনভাবে, আজকাল সোশ্যাল মিডিয়ায় ছবি বিকৃত ভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সাংবাদিকের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে তার পেশাগত কাজকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এটি শুধুমাত্র সাংবাদিকের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করে না, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও হুমকি সৃষ্টি করে। ৩নং-বোররচর ইউনিয়নের অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি’র অভিযোগ এই বিষয়ের সংবাদ প্রকাশ করায় বোররচর ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান আতাউল রহমান বুলবুল আহমেদ বলেন আওয়ামী লীগের সাংবাদিক।
মনে রাখতে হবে সাংবাদিকতা কোনো পক্ষের হয়ে কাজ করার জায়গা নয়, এটি জনগণের স্বার্থ রক্ষার মাধ্যম। তাই সাংবাদিকদের কাজকে প্রশ্নবিদ্ধ না করে, বরং তাদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে সম্মান জানানো উচিত। অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে গণমাধ্যমের সঠিক ভূমিকা ব্যাহত করার চেয়ে বরং প্রকৃত সাংবাদিকতার বিকাশে সবাইকে দায়িত্বশীল হতে হবে।