মাহে রমজান উপলক্ষে কাশীপুর ইউনিয়নব্যাপী জামায়াতে ইসলামীর খাদ্য সামগ্রী বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার আয়োজনে অসহায় রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার বিকেলে ফতুল্লার কাশীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের গাঙ্গুলিবাড়ী এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

এসময় প্রধান অতিথি মুহাম্মদ আবদুল জব্বার বলেন, জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে জনগণের ন্যায্য হিস্যা যার যার ঘরে পৌঁছে দেওয়া হবে। সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ধারাবাহিকতায় আমরা যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সে লক্ষ্যে অসহায় বঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন প্রকার সাহায্য সহায়তা আমরা প্রদান করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করছি। এটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেয়া কোনো ত্রাণ নয়, এটা উপহার।

সভাপতির বক্তব্যে এড. আক্তার হোসেন বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দারিদ্র্যের কষাঘাতে দেশের মানুষ আজ দিশেহারা। দিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অসহায় ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। এই পরিস্থিতির মাঝেও জামায়াত তার সীমিত সামর্থের আলোকে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জামায়াতের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানার আমীর এড. আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইদুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরীর কর্ম পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন, ডাঃ নুরুল ইসলাম, বৃহত্তর দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি হেদায়েতুল্লা খোকন। এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন, আল-আমিন, বশির আহমদ, সিরাজুল ইসলাম, আখতার হোসেন, সাইদুল ইসলাম, কুরবান আলী, জাকির হোসেন, হারুনুর রশীদ, জিহাদ রহমান, অলি উল্লাহ, আব্দুল হক, ফয়সাল ও মোঃ মোক্তার সহ কাশিপুর ইউনিয়ন সদর পশ্চিম থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *