দৈনিক তালাশ ডটকমঃময়মনসিংহ সদর উপজেলার ৩নং বোররচর ইউনিয়নের ডিগ্রি পাড়া,বাসতলার মোড়ের ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার অবৈধ বাণিজ্য ।
দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে লাখ লাখ টাকার বালু বাণিজ্য চলছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের অজান্তে প্রশাসনের অনুমতি ছাড়াই একটি সিন্ডিকেট বালু বাণিজ্য অব্যাহত রেখেছে দেখার কেউ নেই।। ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার দিয়ে বেআইনীভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ডিগ্রি পিড়ায় বালু মহাল বানিয়ে ডিগ্রি পাড়ার, বাসতলার ঘাটে বালুর স্তুপ থেকে বালু পরিবহন অব্যাহত রয়েছে। অবৈধ ভাবে
জানা গেছে, দীর্ঘ দিন ধরে রাতের আঁধারে ব্রহ্মপুত্র নদ থেকে বালু চুরি করে উত্তোলন করে বিক্রি করছেন একটি প্রভাবশালী মহল। এ প্রভাবশালী মহলটি বোররচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বালু অবৈধ ড্রেজার দিয়ে উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে ।
স্থানীয়রা জানান, আমরা তাদের ভয় পায় বিদায় বাঁধা দিতে পারি না। তারা যে কোন সময় আমাদের উপর সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ক্ষতি সাধন করতে পারে। আমরা দেখতেছি দিনে রাতে লরি দিয়ে বালু নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যায় তা আমরা জানি না।
ড্রেজারটি কালাম ও সাদ্দাম গং পরিচালনা করছে বলে স্থানীয়দের দাবী। তারা দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে চলছে বলেও স্থানীয়রা জানান।
এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স বলেন, সেখানে টেন্ডার দেওয়া হয়নি বা বালুর ডাক হয়নি। তা ছাড়া ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অনুমতি কাউকে দেওয়া হয়নি। যারা এ কাজ করছে তা অবৈধ।প্রশাসনের অনুমতি ছাড়াই রহস্যজনক ভাবে বোররচর ডিগ্রি পাড়া,বালু বাণিজ্য চলায় এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।