ফতুল্লায় মু‌ক্তিপ‌ন এর ৫০ হাজার টাকা না পে‌য়ে শিশুকে খুন

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগ‌ঞ্জে ফতুল্লায় অপহর‌ণের পর শিশু হত‌্যার ঘটনায় একজন‌কে গ্রেপ্তারসহ ২৪ ঘন্টায় রহস‌্য উন্মোচন ক‌রে‌ছেন ফতুল্লা থানা পু‌লিশ। গ্রেপ্তার হওয়া আসামী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মা‌নিক মিয়ার পুত্র ফেরদৌস আলী। মু‌ক্তিপ‌নের জন‌্য মাত্র ৫০ হাজার টাকা না পে‌য়ে শিশু বাইজিদে‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা করা হ‌য়ে‌ছে ব‌লে জবানবন্দীমুলক স্কীকা‌রোক্তি দি‌য়ে‌ছে ফের‌দৌস।

বুধবার বিকা‌ল সা‌ড়ে ৫টায় জেলা পু‌লিশ সুপার কার্যাল‌য়ের স‌ম্মেলন ক‌ক্ষে এ নি‌য়ে সংবাদ স‌ম্মেলনে এ তথ‌্য জা‌নি‌য়েছেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার হা‌সিনুজ্জামান। অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সা‌র্কেল ক) হা‌সিনুজ্জামান জানান, আসামী ফের‌দৌস আলী মাদকাসক্ত। সে দীর্ঘদিন ধ‌রেই শিশু বাইজিদ‌কে অপহর‌ণের প‌রিকল্পনা ক‌রে রে‌খে‌ছিল। সে সু‌যোগ বু‌ঝে শিশুকে প্রলোভন দে‌খি‌য়ে দাপা শৈলকুড়া এলাকার সাহাবুদ্দিন এর পরিত্যক্ত ইট ভাটার দক্ষিন পাশে নিয়ে যায়।

শিশু বাইজিদ চিৎকার কর‌লে তা‌কে নিভৃত কর‌তে না পে‌রে এক পর্যা‌য়ে মশারী দি‌য়ে মুখ পেছিয়ে রাখে। এরপর দুই হাত দিয়া গলা চে‌পে শ্বাসরোধ ক‌রে হত‌্যা ক‌রে। তার বিরু‌দ্ধে হত‌্যা মামলা সহ আইন অনুযায়ী ব‌্যবস্থা নো হ‌চ্ছে। এসময় উপ‌স্থিত ছি‌লেন, ফতুল্লা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ হোসেন ও অন‌্যান‌্য গণমাধ‌্যমকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *