৩০০ শয্যা হাসপাতাল এখন ২০০ শয্যায় পরিণত টেন্ডার নিয়ে ওঠেছে নানা অনিয়মের অভিযোগ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার : ৩০০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ ২০২৪-২৫ অর্থ বছরের এমন এসে আর সামগ্রী ক্রয়ের জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬,পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮এর সংশোধিত ২০১০ ও ২০১৯এর ছক মোতাবেক স্বাস্থ্য  ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ  ও স্বাস্থ্য অধিদপ্তর হতে নিয়মিত  থোক/অতিরিক্ত /বিশেষ বরাদ্দের প্রাপ্তি সাপেক্ষে গ্রুপ ভিক্তিক দরপএের সর্তাবলী অনুযায়ী এমন এসে আর সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান/প্রকৃত ঠিকাদার /প্রস্তুকারী প্রতিষ্ঠান এর কাছ থেকে সীলমোহর কৃত ও সীল গালা যুক্ত খামে আহবান করা হয়ে থাকে। সেক্ষেত্রে ৪৯ টিকে সিডিউল জমা হয়েছে।

তবে ২০২৪-২৫অর্থ বছরের দরপত্র নিয়ে নানা রকম অভিযোগ।দরপত্রের এ অভিযোগ এর ব্যপারে,খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আবুল বাসার এর কাছে জানতে চাওয়া হলে, তিনি আমাদের প্রতিবেদকে জানায়।আমি এখানে চার বছর যাবত আছি। দরপত্রগুলো সচ্ছতার সাথে সরকারি নিয়ম মেনেই করার চেষ্টা করি। এ বছর  ও আমরা দরপত্রের অনুমতি সাপেক্ষে আহবান করি জাতীয় পত্রিকায়।সেক্ষেত্রে এ বছর ৪৯ টা সিডিউল জমা হয়েছে। হাসপাতাল এবং  জেলা প্রসাশকের কার্যালয় দুই জায়গায় বক্স ছিল। সার্বিক নিরাপত্তার উপস্থিত ছিলেন, সেনাবাহিনী, র‌্যাব পুলিশ, এন এস আই,,ডিজি এফআই উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর  উপস্থিতিতে সবাই টেন্ডার জমা করেছেন। ৪৯ টি সিডিউল জমা হয়েছে। সেগুলো আমাদের দরপত্র যাচাই বাছাই করে অনুমোদনের জন্য ডিজি অফিসে পাঠিয়েছি।আমরা আশাকরি অল্প সময়ের মধ্যেই অনুমোদন পেয়ে যাবো।সেক্ষেত্রে কারা,কারা টেন্ডারের সঠিক নিয়ম মেনে আমাদের সামগ্রী সরবরাহ করতে পারবেন সেটা ডিসি স্যারের অনুমোদনে লিষ্ঠ আমরা হাতে পাবো।সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। আমার এ চার বছরে আমি দেখেছি সবসময় ১০থেকে১২টা সিডিউল পড়তো। তবে এ বছরই একটু ব্যতিক্রম ৪৯টা সিডিউল জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *