নারায়ণগঞ্জে ডেভিল হান্ট ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ মোট ৫৩ জন গ্রেপ্তার

দৈনিক তালাশ ডটকমঃ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ৯ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ৪৪ জনসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীহের সাবেক সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের সহযোগী যুবলীগের সক্রিয় সদস্য মো. রিফাত (২৩), বন্দর ইউনিয়ন পৌর যুবলীগের সেক্রেটারী কাজী জহিরুল ইসলাম (২৫), রূপগঞ্জ আওয়ামী লীগ কর্মী মো. মামুন মিয়া (২৯), মো. ইউনুস আলী (৪৫), আড়াইহাজার আওয়ামী লীগ কর্মী মোহেল (৪৫), মান্নান ওরফে মুন্না (৩৮), আড়াইহাজার ব্রা‏হ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাক মিয়া (৫৫), সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন (২৯) ও সোনারগাঁও থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শাহ আলাম (৫০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *