আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি বিএনপি নেতা মজিবুর রহমানের শ্রদ্ধা নিবেদন

দৈনিক তালাশ ডটকম স্টাফ রিপোর্টার: অমর ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি নেতা মোঃ মজিবুর রহমান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত মধ্যরাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফতুল্লা থানা বিএনপি নেতা মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মজিবুর রহমান বলেন, একুশে ফেব্রুয়ারী আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। সকল সময় সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে এ দেশবাসীকে, কী করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়; কী করে ভাষার অধিকার, মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয় তা শিখিয়েছে। এই পথ ধরে এক ভয়ংকর ফ্যাসিস্ট শেখ হাসিনা যে ১৭ বছর জনগণের কাঁধের ওপর অত্যাচার করে রাষ্ট্রক্ষমতায় দখলে ছিলেন, সেই রক্তপিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন ২০২৪ সালের ৫ আগস্ট। এগুলোর সবকিছুতেই ২১ ফেব্রুয়ারি আমাদের প্রেরণা জুগিয়েছে, উদ্বুদ্ধ করেছে এবং সংগ্রামের পথে শামিল করেছে।

ফতুল্লা থানা বিএনপি নেতা মজিবুর রহমান আরও বলেন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল এক পরিবর্তন এসেছে। মানুষের চিন্তা-ভাবনা, দর্শন ও সৃজনশীলতা এখন উন্মুক্ত অবস্থায় আছে। সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা আছে, যাতে সবাই নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। আমাদের দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবে এসবের কথা বলা আছে।

এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি নেতা মোঃ জালাল, মোঃ শহীদ, মোঃ রফিক, মোঃ কামাল ও মোঃ খোকন সহ থানা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *