কালিহাতীতে সহদেবপুর দারুস সুন্নাহ দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইলের কালিহাতীতে সহদেবপুর দারুস সুন্নাহ দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ, শরীরচর্চা শিক্ষক খলিলুর রহমান তালুকদারের বিদায় সংবর্ধনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সুপার মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শুকুর মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহদেবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মনির আল মিজানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ভায়টা আব্দুল কুদ্দুছ দাখিল মাদরাসার সুপার হাফেজ মো. শফিকুল ইসলাম।

বিদায়ী পরীক্ষার্থীদের অনুপ্রেরণা ও সফলতা কামনায় তাদের হাতে একটি ফাইল, তিনটি কলম, দুটি স্কেল ও একটি ডায়েরি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অন্যদিকে, বিদায়ী শিক্ষক খলিলুর রহমান তালুকদারকে তার দীর্ঘদিনের শিক্ষাসেবা ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুটি সুদর্শন ক্রেস্ট, একটি মখমলের সফট জায়নামাজ এবং বিশেষ উপহার প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন এবং বিদায়ী শিক্ষকের অবদান স্মরণ করে তার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভায়টা আব্দুল কুদ্দুছ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।

সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা যেমন বিদায়ী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তেমনই নবীন শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুপ্রেরণামূলক আয়োজন হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *