অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আমরা অধিক শক্তিশালী  অন্তর্বর্তী কালিন সরকারের প্রধান উপদেষ্টা: ড. মুহাম্মদ ইউনূস

দৈনিক তালাশ ডটকমঃ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘একুশে পদক-২০২৫’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।

ড. ইউনূস উল্লেখ করেন যে, বর্তমান প্রজন্মের তরুণরা অতীতের যেকোনো প্রজন্মের তুলনায় অধিক সাহসী এবং উদ্ভাবনী। তারা নতুন বাংলাদেশ গঠনের পাশাপাশি নতুন পৃথিবী সৃষ্টির জন্যও আত্মবিশ্বাসী।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের তরুণ প্রজন্ম নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। তারা নিজেদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়, যা ঘুণে ধরা এবং আত্মবিনাশী সভ্যতার বন্ধন থেকে মুক্ত। ছেলেরা এবং মেয়েরাও এই পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ড. ইউনূসের মতে, নতুন সভ্যতার মূল লক্ষ্য হবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। এছাড়া, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুযোগ প্রদান করা হবে।

তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে পৃথিবীর অস্তিত্ব বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সকল প্রাণীর সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *