দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধ শাহ আলম: সিরাজগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল কর্তৃক আয়োজিত, প্রাথমিক সদস্য ফরম, বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ শহরের ভাসানী মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক,পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে, সিরাজগঞ্জ জেলার অধীনস্থ কলেজ সমূহে জাতীয়তাবাদী ছাত্রদলের, প্রাথমিক সদস্য ফরম, বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ নিজামুদ্দিন সহ- সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল ইসলাম জিসান যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,
সভাপতিত্ব করেন জনাব মোঃ জুনায়েদ হোসেন সবুজ জেলা ছাত্রদল সিরাজগঞ্জ, সঞ্চালনায় জনাব মোঃ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল সিরাজগঞ্জ।