নারায়ণগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

দৈনিক তালাশ ডটকমঃ বুধবার (১৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে নির্বাচিত হন তারা। নির্বাচনের পর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীর শিকদার।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯জন প্রার্থী নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
এরা হলেন- চেম্বারের পরিচালক পদে জেনারেল গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহ্মেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া ও আব্দুল্লাহ্ আল-মামুন।

অ্যাসোসিয়েট গ্রুপ থেকে মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। ট্রেড গ্রুপ থেকে শ্রী বিকাশ চন্দ্র সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *