দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার সোহেল ও সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে নির্বাচিত হন তারা। নির্বাচনের পর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীর কুমার সাহা।
সভায় সাবেক সভাপতি মাসুদুজ্জামান নির্বাচনআপিল বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন,স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় চেম্বারের নির্বাচন দীর্ঘদিন বঞ্চিত ছিলো। আমাদের চেষ্টটা ছিলো যেদিন দায়িত্ব নিয়েছিলাম, সেদিন সংবাদ সম্মেলনে বলেছিলাম নির্বাচন দিবো অতি অতি সত্তর। আমাদের চেষ্টাছিলো বিগত ৫ মাস যাবৎ নির্বাচন নিয়েই কাজ করছি। আজ যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা একটি ব্যবসাবন্ধব নারায়ণগঞ্জ গড়ে তোলবেন এই আশা করি। সেই সাথে তাদের সহোযোগিতা করবেন এবং ব্যাবসায়ীদের সেই সুযোগ-সুবিধাগুলো দেখবেন।
এসময় তিনি নারাণয়ণগঞ্জের সমস্যা তুলে ধরে বলেন, নারাণয়গঞ্জে বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রনে কাজ করবেন হর্কাস সমস্যা, জ্যাম সমস্যা ওনিরাপদ খাদ্যদ্রব্য নিয়ন্ত্রনে কাজ করবেন। নারায়ণগঞ্জে ব্যবসা আছে তাদের অভিভাবক হিসাবে কাজ করবেন। পীরমুক্ত চেম্বার থাকবে
এই আশা করবো। যারা কাজ করবে তাদেরকে পুরষ্কৃত করবেন। তাদের সামনে বাড়িয়ে দিবেন দাবিয়ে রাখার প্রবণতা যেনো না থাকে সেই ইচ্ছা প্রকাশ করছি।
সদ্য নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলেন, অনেক দিনের মানুষের চাহিদা ছিলো, নির্বাচনের মধ্যে নেতৃত্বে আসুক। বোর্ডের মেম্বারদের শুভ কামনা জানাই। প্রতিটা বোর্ডের মেম্বারই প্রেসিডেন্ট হবার যোগ্যতা রাখে। নারায়ণগঞ্জ এমন একটি শহর যেখান থেকে অনেক রাজস্ব যায় কিন্তু সেই সুযোগ নারায়ণগঞ্জবাসী পাচ্ছে না।
তিনি আরো বলেন, জ্যামের শহর নারায়ণগঞ্জ, এখানে প্রচুর ফ্যাক্টরী কিন্তু ভালো মানের হোটেল নেই। বায়ারদের রাখার জন্য। মানসম্মত হসপিটাল নেই। আজকে আমি এখান ১৯ জন ভাই পেয়েছি, আমার দৃঢ় বিশ্বাস আমরা চেষ্ঠা করলে নারায়ণগঞ্জ চেম্বার কে মানসম্মত একটি চেম্বারে রুপান্তরিত করতে পারি।
এ সভায় এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এর সাবেক সভাপতি মাসুদুজ্জামান, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী, আপিল বোর্ড এর এড. জাকির ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নবনির্বাচিত পরিচালক জেনারেল গ্রুপ মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মোঃ সোহাগ, মোঃ গোলাম সারোয়ার (সাঈদ), মোঃ মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মোঃ হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন,এসোসিয়েট গ্রুপের পরিচালক সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক, ট্রেড গ্রুপ: শ্রী বিকাশ চন্দ্র সাহা।