দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে সাতুটিয়া গোরস্থান নূরানী মাদ্রাসায় ইকরা শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে নূরানী শিক্ষা বৃত্তিপ্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৬ ফেব্রুয়ারী (রবিবার) দুপুর ১২ টায় মাদ্রাসা প্রাঙ্গনে অত্র মাদ্রাসার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতুটিয়া কবরস্থান মসজিদের ইমাম ও খতিব মুফতি কাওসার বিন আব্দুল লতিফ।
প্রধান অতিথি মুফতি কাওসার বিন আব্দুল লতিফ তার বক্তব্যে বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা করা প্রতিটি শিক্ষার্থীর কর্তব্য। এই বৃত্তি তোমাদের শিক্ষার পথে আরও উৎসাহিত করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি ওয়াহেদ আলী গেন্দা, কালিহাতী উপজেলা এতিমখানার সুপার মওলানা আব্দুর রহিম, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক শুভ্র মজুমদার এবং সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী বাবুল, আব্দুল খালেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ প্রমূখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হাফেজ মো: মানছুর রহমান। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে বলে মনে করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।