নওগাঁয় তাওহীদুর হাফ সেঞ্চুরি বয়সে স্নাতক প্রথম বর্ষের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিচ্ছেন

দৈনিক তালাশ ডটকমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি:মুখে কাঁচাপাকা খোঁচা দাড়ি। মাথায় পাতলা চুল। সব মিলিয়ে চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। নিজেই জানালেন, বয়স পঞ্চাশের বেশি। আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছেন মো. তাওহিদুর রহমান তাকু নামের এই ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের মাইক্রোবায়োলজি বিভাগের ৪১৮ নম্বর রুমে তাঁর আসন।

তাওহিদুর রহমান নওগাঁর এনায়েতপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল ও গয়রা তেঁতুলিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন। তিনি জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে পড়াশোনায় বড় গ্যাপ পড়ে যায়। তিনি আরো জানান, তাঁর বাড়ি নওগাঁ সদরে। দাখিল পরীক্ষা দিয়েছেন ২০২২ সালে, আর আলিম পরীক্ষা দেন ২০২৪ সালে।তাওহিদুর রহমান বলেন, ‘আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়ে পড়ি। এরপর দীর্ঘদিন অসুস্থতার মধ্যেই কেটেছে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। ২০১৪/১৫ সাল নাগাদ মোটামুটি সুস্থ হলে পড়াশোনা চালিয়ে যাই। সুস্থ হওয়ার পর ২০১৬ সালে পরীক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু পরীক্ষা না দেওয়ার কারণে আমাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে নিয়ে এলে ২০১৯ সালে আবার পড়াশোনা শুরু করি। কাগজগুলো আমি নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গেই তুলেছি এবং নিয়মিতদের সঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছি।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘ঘটনাটা শুনেছি। উনি আজ বি ইউনিটে পরীক্ষা দিচ্ছেন। কোনো অনিয়মের আশ্রয় নিয়েছেন কিনা তা আমরা পরবর্তীতে খতিয়ে দেখব।
নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *