দৈনিক তালাশ ডটকম: নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানার এলাকা , সিটি কর্পোরেশন ও কাশিপুর ইউনিয়নে চলছে মাদকের পাইকারি ও খুচরা ব্যাবসা , দীর্ঘদিন যাবত, দেওভোগ নাগবাড়ী, হাসেমবাগ, তাঁতি পাড়া, দেওভোগ মাদ্রাসা, দেওভোগ নগর, বাঁশমুলি, ১নং বাবুরাইল বউ বাজার, কাশিপুর খিল মার্কেট, হাটখোলা, সহ বিভিন্ন এলাকায়, বদু মিয়ার ছেলে, সবুজ ও তার সহযোগী মাদক সম্রাট শহিদ, সোবাহান মিয়ার ছেলে, সোহেল মাহমুদ এ-র জমজমাট মাদক ব্যবসা চলমান রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে, প্রধান সবুজ ও শহিদ ,এইসব কিশোর গ্যাং লিডার দের মাদকের ভয়াল ছোবলে ক্ষতিগ্রস্থ যুব সমাজ, এই মাদক ব্যবসায়ীদের অত্যাচারে ভালো নেই সাধারণ, জনগণ, এই সন্ত্রাসীদের নামে রয়েছে একাধিক মামলা।
সোমবার, ০২ মে ২০১৬ : নারায়ণগঞ্জে কাতুর্জ ও বন্দুকসহ সন্ত্রাসী সবুজ গ্রেফতার হয়, ফতুল্লা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী সবুজকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
এ সময় তার কাছ থেকে ৩টি কাতুর্জ ও একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়। রোববার গভীর রাতে বাবুরাইল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়, সবুজ ফতুল্লা থানার ১নং বাবুরাইল তাতীপাড়া এলাকার বদু মিয়ার ছেলে।
তৎকালীন ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক ,এসআই নাহিদ আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে শহরের জামতলা এলাকার আপেলের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সবুজকে গ্রেফতার করা হয়েছিলো পরে তাকে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
পরে তার তথ্য মতে, সবুজের বাড়িতে অভিযান চালিয়ে একটি একনালা বন্দুক ও তিনটি কাতুর্জ উদ্ধার করা হয়। পরে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
নাহিদ আহম্মেদ আরও জানায়,সন্ত্রাসী সবুজ ও তার ভাই সুমনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ ও মামলা আদালতে চলমান রয়েছে।
তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে।