আমি অনুপ দৈনিক সচেতন পত্রিকায় আমাকে নিয়ে করা মিথ্যা প্রতিবেদন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জালাই

দৈনিক তালাশ ডটকমঃ আমি অনুপ,নারায়ণগঞ্জ এর একজন ব্যবসায়ী, ১১-০২-২০২৫ রোজ মঙ্গলবার, নারায়ণগঞ্জ জেলার দৈনিক সচেতন পত্রিকায় -আমাকে নিয়ে করা একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে প্রতিটি তথ্য ভিত্তিহীন ও বানোয়াট,আমি কোন ধরনের অবৈধ কোনকিছুর সঙ্গে জড়িত নই।
বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি যে, ভুল তথ্য দিয়ে নিউজ করার কারনে সকলের জন্যেই বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়, বিশেষ করে দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশে এমন ভুল তথ্য সরবরাহ দুঃখজনক একই  সাথে নিন্দিতও বটে তাই সুশীল সমাজের সাংবাদিক দের নিকট আমার আকুল আবেদন রইলো সঠিক তথ্য সংগ্রহ করে সরেজমিনে সূক্ষ্ম ভাবে তদন্ত করে নিউজ প্রকাশ করার জন্য  অনুরোধ রইল।
ভুল তথ্য এবং নিউজের জন্যে দেশের কোন সাধারণ নাগরিকের ভোগান্তি জানো পোহাতে না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য সাংবাদিকদের কাছে আকুল আবেদন পাশাপাশি দেশ হোক সাধারন নাগরিকের,জয় হোক সত্য সংবাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *