দৈনিক তালাশ ডটকমঃ জীবন আহমেদ, সোনারগাঁও প্রতিনিধি: সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বুধবার ১২ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাধারণ পথচারীদের জন্য ফুটপাত ও সরকারি জায়াগা উন্মুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন এবং কাঁচপুর হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।এর আগে গত মঙ্গলবার অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়।এ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ।
উচ্ছেদ অভিযান এর সময় উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাকী নুরুল আলম, বিএনপি নেতা আতাউর প্রধান, নিজামউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে মহাসড়কের জায়গা দখল করে স্থায়ী ও অস্থায়ী পাঁচ শতাধিক স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী মহল। ওইসব স্থাপনায় দোকান প্রতি ১০-৫০ হাজার টাকা জামানত নিয়ে মাসিক ৩-১৫ হাজার টাকা ভাড়া আদায় করে আসছে বছরের পর বছর। এছাড়া প্রতিবার দখল উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাঁধার সৃষ্টি করে।কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, বর্তমানে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় মহাসড়কে পাঁচ শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যেন এই জায়গা গুলোতে কোনো ভাবেই আর অবৈধ দোকানপাট না বসতে পারে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।