টাঙ্গাইলে আশা’র প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ফ্রি থেরাপি ক্যাম্প

দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: ,টাঙ্গাইলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা আশা’র প্রতিষ্ঠাতা মরহুম শফিকুল হক চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় দোয়া ও মিলাদ মাহফিল, ফ্রি থেরাপি ক্যাম্প এবং বিনামূল্যে উপকরণ বিতরণ কর্মসূচি। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইলের দেউলা শাখায় অবস্থিত আশা ফিজিওথেরাপি সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা এনজিওর টাঙ্গাইল সদর শাখার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. বসিরুল ইসলাম। ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প পরিচালনা করেন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট ডা. মাসুম মৃধা ও ডা. নাজনিন সুলতানা কেয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার আজিজুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

সেবামূলক এই আয়োজনে প্রায় ৫০ জন সুবিধাভোগীকে বিনামূল্যে ফিজিও থেরাপি সেবা ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। এর মধ্যে হাঁটুর ব্যথার জন্য নি-ক্যাপ প্রদান করা হয় মো. আমিরুল ইসলামকে, চলাফেরার সুবিধার্থে ওয়াকিং স্টিক দেওয়া হয় মো. তোরাব আলীকে এবং কোমর ব্যথা উপশমের জন্য সাপোর্ট বেল্ট দেওয়া হয় বয়স্কা নার্গিস বেগমকে।

টাঙ্গাইলের আশা সারা বছরই সমাজসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে শীতার্তদের সহায়তায় কম্বল বিতরণসহ অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি। আশা’র শিক্ষা কার্যক্রম ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে, যা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করছে।

সমাজের উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি নিয়ে আশা এনজিও ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *