দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: সুলতানুল হিন্দ, আতায়ে রাসূল (সঃ) খাজা-এ খাজেগান গরীবে নেওয়াজ হযরত সৈয়দ খাজা মঈনুদ্দিন চিশতী হাসা সানজারী (রহঃ) এর পবিত্র ওরশ মোবারক উপলক্ষে ১নং খেয়াঘাট ব্যবসায়ীদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ই ফেব্রুয়ারী) রাতে ১নং খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ মামুন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফকিরটোলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ নাহিদুল ইসলাম আল-কাদেরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং সেন্ট্রাল খেয়াঘাটের পরিচালক মোঃ দিদার খন্দকার।
ওয়াজ মাহফিলে বক্তাগণ বলেন, কুরআন, হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে বেহায়াপনা চলছে এবং আপদ বিপদসহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে আমাদের কুরআন ও হাদিস অধ্যায়ন করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে। এছাড়াও বক্তারা ঈমান ও আমলের অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কুরআন হাদীসের আলোকে দীর্ঘক্ষণ ওয়াজ করেন।
এসময় মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ছাত্রদলের সোনালী অতীত জাকির খানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
১নং খেয়াঘাট ব্যবসায়ী সংগঠনের সভাপতি মোঃ সামসুল আলমের সভাপতিত্বে এসময় ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং সেন্ট্রাল খেয়াঘাটের পরিচালক মোঃ দিদার খন্দকার, ক্যাফে শাহজালাল রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ শাহীন এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন নূরী আল ক্বাদেরী, ৩নং মাছঘাট জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব হযরত মাওলানা নাসির উদ্দীন, কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের প্রেস ইমাম ও খতিব মাওলানা আবু হানিফ আশ্রাফী, এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পরিবহন নেতা মোঃ সালেহ আহমেদ রনি, মোঃ টুকু ইসলাম রানা, মোঃ জুয়েল হোসেন, মোঃ মশিউর রহমান মশু, মোঃ ইউসুফ, মোঃ সোহেল ও ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।