দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম সিরাজগঞ্জ প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই,কাটাখালি সহ বিভিন্ন জেলার খাল গুলো রক্ষা করি দূষণমুক্ত শহর গড়ি,এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের বুক চিরে প্রবাহিত কাটাখালি বাঁধ বছরের পর বছর,পরিত্যাক্ত হয়ে পড়ে আছে। ফলে আসচেতন লোকজন ব্যবসায়িক বর্জ্য আবর্জনা,হাঁস মুরগি,গরু ছাগল,মাছের পরিত্যক্ত বর্জ্য,এই নদীতে ফেলে পরিবেশ দুষিত করছে। এই খালের পূর্ব পাশে দুটি উচ্চ বিদ্যালয় অবস্থিত,পশ্চিম পাশে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ অবস্থিত, এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে। এই মলমূত্র পচে তীব্র গন্ধ ছড়াচ্ছে এখানে নামাজ পড়তে আসা মুসল্লিগণ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না।
স্কুলের ছেলে ও মেয়েরা ক্লাসে বসতে পারছেন না, দুর্গন্ধ কারনে। খালের আশপাশে ছোট ছোট খাবার হোটেলে নিম্ন আয়ের মানুষেরা এখানে খেতে আসেন নোংরা মশা মাছি বৃদ্ধির ফলে ম্যালেরিয়া, টাইফয়ড, ডেঙ্গুজ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা।বিগত সরকারের আমলে লোক দেখানো পরিষ্কার-পরিচ্ছন্নতা করলেও পরবর্তীতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি,তবে আজকের অভিযানে সিরাজগঞ্জ বাসীর দাবি সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে, সিরাজগঞ্জ বাসি ও সাধারণ মানুষের দাবি খালের দুই পাশে ঢাকা ও বিভিন্ন জেলার মত লেক তৈরী হলে ছাত্র-ছাত্রী ও সকল শ্রেণী পেশার মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে।
এই খাল দিয়ে এক সময় নৌকায় করে ব্যবসায়িক লোক জন চলাচল করতো কিন্তু, খালটি এখন মরা, তবে খালটির যদি প্রাণ থাকতো তাহলে বলতো আমাকে বাঁচাও।এই খাল রক্ষা করতে হলে আগে নিজেদের সচেতন্য হতে হবে এমন টাই প্রত্যাশা করেছেন জেলা প্রশাসন সিরাজগঞ্জ।